Last Updated: December 7, 2013 14:26

বাস চালকদের পর জিটিএ ট্যাক্সের প্রতিবাদে এবার ধর্মঘটে নামল ট্যাক্সি সংগঠনগুলি। তাদের অভিযোগ বেআইনি ভাবে রোহিনীতে ট্যাক্স আদায় করছে জিটিএ। বড় গাড়ির ক্ষেত্রে ট্যাক্স নেওয়া হচ্ছে ১০০ টাকা। ছোটো গাড়ির ক্ষেত্রে ট্যাক্স নেওয়া হচ্ছে ৫০ টাকা। আসা যাওয়া দুক্ষেত্রেই এই ট্যাক্স দিতে হচ্ছে চালকদের। এই ট্যাক্সের প্রতিবাদেই গত দু তারিখ থেকে ধর্মঘট।
রোহিনীতে টোল ট্যাক্স বসানো হয়েছে। বড় গাড়ি থেকে ১০০ । ছোটো গাড়ি থেকে ৫০। জিটিএ যাওয়া আসার সময়। সব সংগঠন। সকাল থেকে ধর্মঘট। এত টাকা দিতে পারব না। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না। দোসরা ডিসেম্বর থেকে বাস চলাচলও বন্ধ।
First Published: Saturday, December 7, 2013, 14:26