Last Updated: Thursday, May 1, 2014, 23:30
গৌতম দেবকে চাপে রাখতে গিয়ে নিজেই বেকায়দায় পুরমন্ত্রীর ফিরহাদ হাকিম। সিপিআইএম নেতা গৌতম দেবের সঙ্গে পরিচয় ছিল সারদা কর্তা সুদীপ্ত সেনের। এই অভিযোগ প্রমাণের চেষ্টায়, এক অভিযুক্তের গোপন জবানবন্দি প্রকাশ করেছেন পুরমন্ত্রী। প্রশ্ন উঠছে আদালতে দেওয়া গোপন জবানবন্দি কী করে হাতে পেলেন পুরমন্ত্রী? কোন অধিকারেই বা তিনি তা প্রকাশ করলেন? মঙ্গলবার দুপুরে প্রথম আঘাতটা করেছিলেন সিপিআইএম নেতা গৌতম দেব।