Last Updated: November 16, 2011 23:46

জ্ঞানেশ্বরী নাশকতার ঘটনায় ১৮০ ডিগ্রি ঘুরে সুর বদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে এই ঘটনার জন্য সিপিআইএমকে দায়ী করলেও এবার মুখ্যমন্ত্রী দায়ী করেছেন মাওবাদীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়ান বদলের ঘটনায় সমালোচনায় সরব হয়েছে শরিক কংগ্রেস থেকে বাম নেতারা। জ্ঞানেশ্বরী নাশকতা নিয়ে অবস্থান বদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী আসনে থাকার সময় তত্কালীন শাসকদল সিপিআইএমকে দায়ী করলেও এই ঘটনার জন্য মাওবাদীদের কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর বদলের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, আগে অকারণে সিপিআইএমকে দায়ী করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর। সিপিআইএম নেতা গৌতম দেব মন্তব্য করেছেন, জ্ঞানেশ্বরী নাশকতার পিছনে যে মাওবাদীদেরই হাত ছিল, তা আগেই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করেছেন বামফ্রন্টের শরিক নেতারাও। সমালোচনায় সরব হয়েছেন শরিক দল কংগ্রেসও। কংগ্রেসের অভিযোগ, জ্ঞানেশ্বরীর ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে তৃণমূল কংগ্রেস।
First Published: Wednesday, November 16, 2011, 23:49