Last Updated: Wednesday, December 11, 2013, 13:18
দীর্ঘ কতগুলি বছরের প্রতিবাদ-আন্দোলন-লড়াইয়ের পর মাত্র ৯টি দেশে যে-কোনও ধরনের বৈষম্যমূলক আচরণ থেকে সমকামীরা মুক্ত ছিল। সেখানে ২০১৩ সালে আরও ৫টি দেশে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়। আরও অন্তত ৫টি দেশে চলতি বছরেই সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার পথে অনেকটা এগিয়ে যায়। অনেকই বলেছিলেন, সমকামি আন্দোলনের চোখে দেখতে গেলে ২০১৩ সালটা বিশ্বে রামধনু রঙের বছর।