Last Updated: December 11, 2013 13:18

দীর্ঘ কতগুলি বছরের প্রতিবাদ-আন্দোলন-লড়াইয়ের পর মাত্র ৯টি দেশে যে-কোনও ধরনের বৈষম্যমূলক আচরণ থেকে সমকামীরা মুক্ত ছিল। সেখানে ২০১৩ সালে আরও ৫টি দেশে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়। আরও অন্তত ৫টি দেশে চলতি বছরেই সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার পথে অনেকটা এগিয়ে যায়। অনেকই বলেছিলেন, সমকামি আন্দোলনের চোখে দেখতে গেলে ২০১৩ সালটা বিশ্বে রামধনু রঙের বছর।
কিন্তু বছরের একেবারে শেষে এসে বিরাট ধাক্কা খেল ভারতের সমকামী আন্দোলন। বহু কাল ধরেই রাষ্ট্রসংঘ নানা ভাবে সমকামীদের মানবাধিকার লঙ্ঘিত হওয়ার বিষয় নিয়ে আলাপ-আলোচনা-কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বুধবার সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধ ঘোষণা করার পর দেশজুড়ে আলোচনা, যুক্তি-তর্ক চলছে। হতাশ দেশের সমকামিতার পক্ষে আন্দোলনকারী সংগঠনরা। শুধু দেশ নয় দেশের বাইরেও এই রায়ের পক্ষ-বিপক্ষে আলোচনার ঝড় উঠেছে।
রাশিয়া- ২০১৪ সোচি শীতাকালীন অলিম্পিকের পথে বাধা সমকামিতার পক্ষে আন্দোলন। রাশিয়ায় সমকামিতাকে স্বীকৃতি দানের দাবিতে বড় আন্দোলন চলেছে। শীতকালীন অলিম্পিকের আগে এই আন্দোলনে তুঙ্গে তোলার চেষ্টা করা হচ্ছিবল। কিন্তু চলতি বছর অক্টোবরের পর থেকে এই আন্দোলন কড়া হাতে দমন করা হয়। লাঠা চার্জ করা হয় সমকামিতার পক্ষে আন্দোলনরত মানুষের ওপর। এরপরই শীতকালীন অলিম্পিক বয়কটের ডাক দেওয়া হয়। কোনও সমকামি অ্যাথলিটকে আগামী বছর সোচি অলিম্পিকে যোগদান না করার আহ্বান করা হয়।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দেশে সমকামিতা স্বীকৃত--
তথ্য অনুযায়ী এই সময়ে পৃথিবীর প্রায় ২০০টি দেশের মধ্যে মাত্র ১৫ টি দেশে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এইসব দেশে সমকামীদের বিয়ের অধিকার আছে, দত্তক নিতে পারবেন। এই দেশগুলি হল আর্জেন্তিনা, বেলজিয়াম, কানাডা, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, নরওয়ে, সুইডেন, দক্ষিণ আফ্রিকা , স্পেন, ডেনমার্ক, ব্রাজিল, ফ্রান্স, উরুগুয়ে, নিউজিল্যান্ড।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দেশে সমকামিতা অপরাধ
অন্তত ৭৫টি দেশ, যেখানে সমকামীদের প্রতি সমাজ তো বটেই, রাষ্ট্রও বৈষম্যমূলক আচরণ করে। এই দেশগুলির মধ্যে প্রথম সারিতে আছে শ্রীলঙ্কা, আলজিরিয়া, কেনিয়া, জামাইকা, বাংলাদেশ, ক্যামেরুন, মিশর, ঘানা, মরিশাস, সেনেগাল, জিম্বাবোয়ে, ভুটান, ইরাক, মালয়েশিয়া, বার্বাডোজ।
সমকামিতা যেসব দেশে দন্ডনীয় অপরাধ
বিশ্বের অন্তত ৭টি দেশে সমকামিতা দন্ডনী.য় অপরাধ। শুধুমাত্র গ্রেফতার, জেলবন্দি এবং নানাবিধ শাস্তি দিয়েই রেহাই দেয় না, সমকামিতার ‘অপরাধে’ মৃত্যুদণ্ডও দেয়। সেই সব দেশগুলি হল ইরান, মরিতানিয়া, সৌদি আরব, সুদান, ইয়েমেন, আফগানিস্তান এবং নাইজিরিয়া।
First Published: Wednesday, December 11, 2013, 17:17