Last Updated: Friday, December 13, 2013, 22:22
দু-বছর আগে রামলীলা ময়দানে বসে জনলোকপাল বিলের খসড়া তৈরি করেছিল টিম-আন্না। এবার সরকার লোকপাল বিলের চূড়ান্ত রূপ রাজ্যসভায় পেশ করেছে। তবে বিতর্ক লোকপালের সঙ্গ ছাড়ছে না। টিম আন্না প্রস্তাবিত এবং সরকারের পেশ করা বিলের মধ্যে তফাত্ই এই বিতর্কের কেন্দ্রে। কেন্দ্রকে পাঠানো টিম আন্নার লোকপাল বিলের খসড়া এবং কেন্দ্রের পেশ করা বিল, দুইয়ের মধ্যে তফাত্ বিস্তর। শুক্রবার লোকপাল বিল রাজ্যসভায় পেশ হওয়ার পর সেই প্রশ্নেই আবারও বিতর্ক শুরু হয়েছে।
আন্না হাজারেদের তথাকথিত জন লোকপাল বিল এবং সরকারি বিলের মধ্যে ফারাকের অন্যতম হল লোকপালে প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তি ইস্যু।