VK Singh Vs Team Kejriwal at Anna Hazare`s Lokpal fast venue

আন্নার অনশনে ভিকে সিং VS কেজরিওয়াল টিম। বিক্ষুব্ধকে গ্রাম ছাড়া করলেন হাজারে

আন্না হাজারের অনশন মঞ্চে বিতর্ক। প্রকাশ্যে চলে এলো আন্না হাজারে, আম আদমি পার্টির মধ্যে কাজিয়া। আন্না অনুগামী ভি কে সিং বক্তব্য রাখার সময় তাঁর সঙ্গে বিতর্কে জড়ান আম আদমি পার্টির গোপাল রাই। ভি কে সিং বলে বসেন, আন্নার অনুগামীরা কেউ কেউ নিজেদের স্বার্থ রক্ষা করতে নতুন নতুন দল গড়ছেন।

তাতেই প্রতিবাদ করেন গোপাল রাই। ভিকে সিং-গোপাল রাইয়ের বাক যুদ্ধে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন আন্না হাজারে নিজেই। গোপাল রাইকে রেলেগাঁও সিদ্ধি ছাড়তে বলেন আন্না। অভিমানী গোপাল রাই আন্নার গ্রাম ছাড়লেও অনশন জারি রাখছেন। অন্যদিকে আন্না অনুগামীদের অভিযোগ, আম আদমি পার্টি আন্নার অনশন মঞ্চে রাজনীতি করতে আসেন।

জন লোকপাল বিলের দাবিতে মহারাষ্ট্রের রালেগাও সিদ্দিতে আন্না হাজারের অনশন চলছে। আজ চতুর্থ দিনে পড়ল আন্না হাজারের অনশন। কেন্দ্র জন লোকপাল বিল না পাশ না করানো পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্না। অনশনের ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন আন্না। চিকিত্‍সকরা জানিয়েছেন আন্নার শরীরে কমছে গ্লুকোজের পরিমাণ। তবে এখনও কোনও বড়সড় শারীরিক উপসর্গ দেখা দেয়নি আন্নার। এদিকে, শনিবার থেকে আন্নার সঙ্গে অনশনে যোগ দিচ্ছেন কিরণ বেদীও।

First Published: Friday, December 13, 2013, 16:32


comments powered by Disqus