Last Updated: Monday, December 17, 2012, 21:46
`মোদি ভাগ্য এখন ইভিএম বন্দি`। বেশিরভাগ সংবাদ মাধ্যমের হেডলাইন এখন এমনই। বৈদ্যুতিন মাধ্যমে চলছে প্রাইমটাইম সাজানোর ব্যস্ততা। তারমধ্যেই নির্বাচন বিধির রক্তচক্ষু কাটিয়ে মোদীর ভাগ্যগণনায় ব্যস্ত দেশের প্রভাবশালী গণমাধ্যমগুলি। সকালে ভোটদানের পর মোদীকে আত্মবিশ্বাসী শোনালেও, গুজরাত মুখ্যমন্ত্রীর সাফল্যের চুলচেরা বিশ্লেষণে কাটাকুটির খেলা চলছে ডেস্কে ডেস্কে। একবাক্যে মোদীর জয় নিশ্চিত করছে সবাই।