Last Updated: Thursday, March 13, 2014, 16:58
আম আদমি পার্টির প্রার্থী তালিকায় এবার হাজির হল বলিউড। আসন্ন লোকসভা নির্বাচনে আপ-এর হয়ে ভোটে লড়বেন বলিউড অভিনেত্রী গুল পানাং। ১৯৯৯ সালে মিস ইন্ডিয়া -র শিরোপা জেতা ৩৫ বছরের গুল লড়বেন চণ্ডীগড় থেকে। ২০০৩ সালে ধুপ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন চণ্ডীগড়ের বাসিন্দা এই অভিনেত্রী। ববি দেওলের সঙ্গে জুরম, সলমন খানের সঙ্গে হ্যালোর মত সিনেমায় তিনি অভিনয় করেছেন। ২০০১ সালে টার্নিং থার্টি নামক সিনেমা অভিনয় করে প্রশংসিত হন গুল।