Last Updated: April 13, 2014 10:23

দলের নাম আম আদমি পার্টি। চলতি লোকসভা নির্বাচনে আপ-এর হয়ে প্রতিদ্বন্ধীতাকারীরা অর্থনৈতিকভাবে কিন্তু মোটেও বিশেষ `আম` নন। প্রথম পাঁচ দফার নির্বাচনে আপ -এর হয়ে লড়ছেন এমন ২০০ জনের মধ্যে অন্তত ৮৬ জন কোটিপতি।
বেঙ্গালুরুতে আপ প্রার্থী প্রাক্তন ইনফোসিস সিইও বালাকৃষ্ণানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৮৯ কোটি টাকা।
অন্যদিকে, মোট ৪০০ জন প্রার্থীর নির্বাচনী প্রচারের জন্য বর্তমানে আপ-এর যৌথ তহবিলে ২৫ কোটি টাকার বেশি নেই। ইতিমধ্যেই আপ তহবিল অর্থ সঙ্কটে ভুগতে শুরু করেছে।
আপ-এর অনান্য কোটিপতিদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের অঞ্জলি ডামানিয়া (১৯ কোটি টাকা), অবসরপ্রাপ্ত জেনেরাল আরএস কাদিয়ান (১৩ কোটি টাকা), অভিনেত্রী-সমাজকর্মী গুল পানাগ ( ১২ কোটি টাকা)।
বহু সাংবাদিক তাঁদের পেশা ত্যাগ করে আম আদমি পার্টিতে যোগদান করেছিলেন। তাঁদের অনেকেই এবারের নির্বাচনে দলের হয়ে লড়ছেন। কোটিপতিদের লিস্টে তাঁরাও বেশ দাপটের সঙ্গেই বিরাজকরছেন। স্টার নিউজের প্রাক্তন সঞ্চালিকা সাজিয়া এলমির সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা। পিছিয়ে নেই অনিতা প্রতাপ (২০ কোটি টাকা), আশুতোষ (৮ কোটি টাকা), আশিষ খেতান (১ কোটি টাকা), জার্নালি সিং (১ কোটি টাকা)।
দলের অন্যতম মেরুদণ্ড গুরগাঁওয়ের প্রার্থী যোগেন্দ্র যাদব ব্যক্তিগত ২ কোটি টাকার মালিক।
First Published: Sunday, April 13, 2014, 10:23