Last Updated: Friday, January 10, 2014, 20:52
মুক্তি পেল মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহর ঢেড় ইশকিয়া। এর মধ্যেই সমালোচকদের প্রশংসাও আসছে ঝুলিতে। সেই সঙ্গেই মুক্তি পেল গুলাব গ্যাংয়ের ট্রেলরও। প্রথম বারের জন্য এক পর্দায় মুখোমুখি মাধুরী দীক্ষিত, জুহি চাওলা।