মুক্তি পেল মাধুরী-জুহি সাগা গুলাব গ্যাং ট্রেলর

মুক্তি পেল মাধুরী-জুহি সাগা গুলাব গ্যাং ট্রেলর

মুক্তি পেল মাধুরী-জুহি সাগা গুলাব গ্যাং ট্রেলর মুক্তি পেল মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহর ঢেড় ইশকিয়া। এর মধ্যেই সমালোচকদের প্রশংসাও আসছে ঝুলিতে। সেই সঙ্গেই মুক্তি পেল গুলাব গ্যাংয়ের ট্রেলরও। প্রথম বারের জন্য এক পর্দায় মুখোমুখি মাধুরী দীক্ষিত, জুহি চাওলা।

মাধুরীর রণমূর্তি ও জুহির তীক্ষ্ণতা এই প্রথম বারের জন্য একসঙ্গে দেখতে পাবেন দর্শক। ছবির দৃঢ় সংলাপ আঞ্চলিক ভাষার ব্যবহারে পেয়েছে অন্য মাত্রা। অনুভব সিনহা পরিচালিত ছবিতে মাধুরী, জুহি ছাড়াও রয়েছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি, দিব্যা জগদলে, তনভি সিং। উত্তর প্রদেশের মহিলাদের বিখ্যাত দল গুলাব গ্যাং নিয়ে কাহিনি মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের ঠিক একদিন আগে, ৭ মার্চ, ২০১৪।

দেখুন গুলাব গ্যাং ছবির ট্রেলর

First Published: Friday, January 10, 2014, 20:52


comments powered by Disqus