Last Updated: Tuesday, May 14, 2013, 20:35
সোহারাবুদ্দিনের মিথ্যে এনকাউন্টার মামলায় বিজেপি নেতা ও রাজস্থানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দায়ের করল সিবিআই। কাটারিয়ার সঙ্গে ওই একই অভিযোগে আরও তিন জনের বিরুদ্ধেও চার্জশিট গঠন করা হয়েছে।