Last Updated: May 14, 2013 20:35

সোহারাবুদ্দিনের মিথ্যে এনকাউন্টার মামলায় বিজেপি নেতা ও রাজস্থানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দায়ের করল সিবিআই। কাটারিয়ার সঙ্গে ওই একই অভিযোগে আরও তিন জনের বিরুদ্ধেও চার্জশিট গঠন করা হয়েছে।
সিবিআইয়ের চার্জশিটে অভিযোগ আনা হয়েছে আর কে মার্বেলের ডিরেক্টর বিমল পাটনির বিরুদ্ধে। সিবিআই দাবি করেছে সমাজবিরোধী সোহরাবুদ্দিন বিমল পাটনির কাছে ২৪ কোটি টাকা দাবি করে। এরপরেই সোহারাবুদ্দিনকে মিথ্যা এনকাউন্টারে হত্যা করা হয়।
অভিযোগ, কাটারিয়া, বিমল পাটানি ও গুজরাতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেছিলেন।
সিবিআইয়ের সূত্র অনুযায়ী সোহারাবুদ্দিন হত্যা ঘটনায় মূল ষড়যন্ত্রী ছিলেন অমিত শাহই। ২০১০-এ অমিত শাহকে গ্রেফতার করা হলেও তিন মাস পরেই তিনি জামিনে মুক্ত হয়ে যান। শাহ গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘনিষ্ট বলে পরিচিত।
২০০৫-এ গুজরাত পুলিসের সন্ত্রাস দমন শাখা হায়দরাবাদ থেকে সোহরাবুদ্দিন ও তাঁর স্ত্রীকে তুলে এনে গান্ধীনগরে মিথ্যে এনকাউন্টারে হত্যা করে। এর ঠিক এক বছর পর এই ঘটনার একমাত্র প্রতক্ষ্যদর্শী তুলসীরাম প্রজাপতিকে একই কায়দায় গুলি করে খুন করে পুলিস।
First Published: Tuesday, May 14, 2013, 20:36