Last Updated: Tuesday, April 10, 2012, 21:48
দেশে একের পর এক ঘটে চলেছে কন্যা সন্তান নিগ্রহের ঘটনা। দিল্লির ২ বছরের শিশু ফলক, গোয়ালিয়রের দেড়দিনের শিশু বা ব্যাঙ্গালোরের ৩ মাসের ছোট্ট আফরিন। অরা প্রত্যেকেই শিকার হয়েছে অমানবিক নির্যাতনের। প্রতিবাদে সরব হয়েছেন এ রাজ্যের বিশিষ্টজনেরা।