Last Updated: March 28, 2014 15:53

ভারতীয় বায়ু সেনার নতুন C-130J সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট বিমান শুক্রবার গোয়ালিয়রে ভেঙে পড়ল। এই দুর্ঘটনায় চার আধিকারিক সহ বিমানের পাঁচ সদস্যই মারা গেছেন। এই বিমান বিশেষ অপরেশনের জন্য নিযুক্ত ছিল।
এই দুর্ভাগ্যজনক ঘটনায় দু`জন উইং কমান্ডার, দু`জন স্কোয়াড্রন লিডার ও একজন ক্রিউ সদস্য প্রাণ হারিয়েছেন।
ভারতীয় বায়ু সেনা এই ঘটনার তদন্তের আদেশ দিয়েছে।
ভারতীয় বায়ু সেনা সূত্রে জানা গেছে গোয়ালিয়ের বিমান ঘাঁটির ১১৫ কিলোমিটার পশ্চিমে বিমানটি ভেঙে পড়ে। একটি রুটিন ট্রেনিং মিসনে আগ্রা থেকে বিমানটি গোয়ালিয়রে আসছিল।
পুলিস রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমারেখায় অবস্থিত দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। বায়ুসেনা প্রধান অরূপ রাহা প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনিকে দুর্ঘটনার সংবাদ জানিয়েছেন।
First Published: Friday, March 28, 2014, 15:53