Last Updated: Monday, June 9, 2014, 23:15
বাঁশদ্রোণীর অস্ত্র কারখানায় উদ্ধার হল কঙ্কাল। সাতঘণ্টা খোঁড়াখুঁড়ির পর একটি ব্যাগের ভিতর উদ্ধার হয়েছে মাথার খুলি ও হাড়গোড়। উদ্ধার হওয়া দেহাংশ দু বছর আগে নিখোঁজ মদন রায়ের বলেই অনুমান এলাকার মানুষের। নিশ্চিত হতে দেহাংশ পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য। এলাকার কুখ্যাত দুষ্কৃতি। বাঁশদ্রোণীর রেনিয়ার মতো এলাকায় গ্রিল কারখানার আড়ালে রমরমিয়ে চলছিল জ্ঞানসাগর শর্মার অস্ত্রকারখানা। আড়ালটা সরে গেল রবিবার।