Last Updated: Wednesday, May 2, 2012, 20:41
ঘুঘুর বাসা বেলতলায়। পরিবর্তনের পরও একটুকু বদলায়নি পরিস্থিতি। ডানপন্থীদের জমানাতেও সমানে জারি "বাঁয়ে হাত কা খেল"। রেট চার্ট ধরে ঘুষের অংক হাতে গুঁজে না-দিয়ে কাজ সারে, কার সাধ্যি। দালাল, অফিসার ও পুলিসের ত্রহস্পর্সে ত্রাহি ত্রাহি রব সাধারণ মানুষ ও চালকদের।