Last Updated: Tuesday, December 17, 2013, 11:02
হিডকোর জমি বিক্রির নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ১৭৪ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ আনলেন সিপিআইএম নেতা গৌতম দেব। প্রাক্তন আবাসন মন্ত্রীর দাবি, হিডকোর সব চেয়ে দামী ফিনান্সিয়াল হাবের জমি জলের দরে বিক্রি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন।সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি। যে কোনও শহরের সব থেকে দামি এলাকা বা মূল ব্যবসায়িক কেন্দ্র। নিউটাউনের সেই ফিনান্সিয়াল হাবের জমি বিক্রি নিয়েই এবার একশ চুয়াত্তর কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনলেন প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব।