জমি আন্দোলনের জেরে রাজারহাট বিপাকে হিডকোর প্রকল্প

জমি আন্দোলনের জেরে রাজারহাট বিপাকে হিডকোর প্রকল্প

জমি আন্দোলনের জেরে রাজারহাট বিপাকে হিডকোর প্রকল্পফের জমি আন্দোলনের জেরে সমস্যায় প্রশাসন। রাজারহাটের পাথরঘাটা মৌজায় টাটাদের আবাসন প্রকল্পে বাধা দিয়েছিল জমি বাঁচাও কমিটি। এবার সেই পাথরঘাটা মৌজাতেই অধিগৃহীত জমি সার্ভে করতে গিয়ে বাধা পেল হিডকো কর্তৃপক্ষ।

ন্যায্য মূল্য এবং চাকরি না পেলে মৌজায় ৪০০ একর জমি তাঁরা ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জমিদাতারা। ২০০৪ সালে নিউটাউন বালিগুড়ি অঞ্চলের পাথরঘাটা মৌজায় চারশো বিঘে জমি অধিগ্রহণ করে হিডকো। এই জমিতে চাষ করতেন প্রায় ২৫০জন কৃষক।

২০০৬ সালে  বিরোধী দল তৃণমূলের কংগ্রেসের নেতৃত্বে জমি বাঁচাও কমিটি গড়ে আন্দোলনে নামেন অনিচ্ছুক কৃষকরা। এরপর জমিটিতে প্রকল্পের কোনও কাজ শুরু করেনি হিডকো। শুক্রবার সকালে হিডকোর প্রতিনিধিরা জমি সার্ভে করতে গেলে অনিচ্ছুক কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন হিডকোর প্রতিনিধিরা। তাঁদের সাফ কথা বর্তমান বাজারদর না হলেও কাঠা পিছু এক লক্ষ টাকা এবং জমিদাতা পরিবারের একজনকে চাকরি দিতে হবে।
 
দাবিপূরণ না হলে কোনও মতেই হিডকোকে জমি ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভের জেরে সার্ভে না করেই ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন হিডকোর প্রতিনিধিরা। হিডকো কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে বলেও দাবি করেছেন অনিচ্ছুক কৃষকরা।
 

First Published: Friday, November 8, 2013, 19:35


comments powered by Disqus