Last Updated: Tuesday, January 15, 2013, 21:48
হলদিয়া পেট্রোকেমের আংশিক মালিকানা থেকে সরে আসছে রাজ্য সরকার। রাজ্য সরকারের শেয়ারের মূল্য নির্ধারণের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই মালিকানা কার হাতে যাবে তা নিয়ে বিরোধ রয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিলাম না ডেকে পূর্ণেন্দু চ্যাটার্জি গোষ্ঠীর হাতে একতরফা পরিচালন ক্ষমতা তুলে দেবার বিরুদ্ধে। নিলাম হলে তাতে অংশ নেবার কথাও ঘোষণা করেছেন আইওসি কর্তৃপক্ষ।