Haldia dock problem - Latest News on Haldia dock problem| Breaking News in Bengali on 24ghanta.com
বন্দরে এবিজির বিদায় পাকা

বন্দরে এবিজির বিদায় পাকা

Last Updated: Saturday, November 3, 2012, 16:30

হলদিয়া ছেড়ে এবিজির চলে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল। শ্রমিকদের বকেয়া মিটিয়ে দিল কর্তৃপক্ষ। ব্যাঙ্কের মাধ্যমে এই টাকা মেটানো হয়েছে। এর আগে যে ২৭৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল তাঁদেরও পাওনা টাকা ব্যাঙ্কের মাধ্যমে মিটিয়ে দেয় এবিজি কর্তৃপক্ষ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে গত বুধবার এবিজি-র তরফ থেকে হলদিয়া ছাড়তে চাওয়ার কথা বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়। তারা যে আর হলদিয়া বন্দরে কাজ করতে চায় না একথা হাইকোর্টেও জানিয়েছে এবিজি।

হলদিয়া কাণ্ডে সিঙ্গুরের ছায়া, শিল্পবান্ধব ভাবমূর্তিতে জোর ধাক্কা

হলদিয়া কাণ্ডে সিঙ্গুরের ছায়া, শিল্পবান্ধব ভাবমূর্তিতে জোর ধাক্কা

Last Updated: Monday, October 29, 2012, 09:17

হলদিয়ার এবিজির শীর্ষ তিন কর্তার অপহরণের অভিযোগ সামনে আসার পর যেন টাটাদের সিঙ্গুর ছেড়ে যাওয়ার ঘটনারই পুনরাবৃত্তির সিঁদুরে মেঘ দেখছে বাণিজ্যমহল। তাঁদের মতে, এবিজি হলদিয়া ছেড়ে চলে গেলে ধাক্কা খাবে রাজ্যের আমদানি-রফতানি বাণিজ্য। ধাক্কা খাবে রাজ্যের শিল্প-বান্ধব ভাবমূর্তি। টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটার এই ঘোষণার পর সেদিন সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে নেয় টাটা মোটর্স। ন্যানো কারখানা চলে যায় গুজরাটের সানন্দে। হলদিয়া থেকে মেরেই তাড়ানো হল এবিজিকে