Last Updated: Tuesday, December 31, 2013, 11:40
আজ বছরের শেষ দিন। ২০১৩ জুড়ে গুগল তার হোমপেজে একের পর এক অসাধারণ ডুডল উপহার দিয়েছে। তা বচ্ছরান্তের দিনটাই বা কেন বাকি থাকে কেন? আজকের গুগল ডুডল ডিস্কো মুডে। যার মধ্যে 2, 0, 1, 3 সংখ্যাগুলি মনের আনন্দে নাচানাচি করছে। 3 এর পাশেই মিটিমিটি হাসি নিয়ে অপেক্ষা করছে উত্তেজিত 4। বোঝা যাচ্ছে 2013 শেষ হলেই 3-এর জায়গা দখল করবে 4.