Last Updated: Monday, February 17, 2014, 23:44
আরও এক বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডেয। বহুদিন লুকিয়ে-চুরিয়ে থাকার পর অবশেষে এক সাক্ষাত্কারে বিপাশার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন হরমন বাওয়েজা। বিপাশার প্রতি নিজের ভালবাসার কথা জানিয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন হরমন।