ছাদনাতলায় বিপাশা-হরমন?

ছাদনাতলায় বিপাশা-হরমন?

ছাদনাতলায় বিপাশা-হরমন? আরও এক বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডেয। বহুদিন লুকিয়ে-চুরিয়ে থাকার পর অবশেষে এক সাক্ষাত্কারে বিপাশার সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন হরমন বাওয়েজা। বিপাশার প্রতি নিজের ভালবাসার কথা জানিয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন হরমন।

বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙার পর এইবছরই বিয়ে করেছেন জন আব্রাহাম। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে করবেন বিপাশা-হরমনও। অমিতাভ বচ্চনের সত্তর বছরের জন্মদিনের অনুষ্ঠানে প্রথম একসঙ্গে দেখা যায় তাঁদের। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠানেই একসঙ্গে আসেন বিপাশা-হরমন। সেখান থেকেই শুরু সম্পর্ক নিয়ে জল্পনা। অবশেষে স্বীকার করে নিলেন নিজেরাই।

সূত্রে খবর, দুই পরিবারের মধ্যেও বিয়ের আলোচনা শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই।



First Published: Monday, February 17, 2014, 23:44


comments powered by Disqus