Last Updated: Tuesday, December 10, 2013, 08:56
দিল্লির রাজনীতিতে নতুন সমীকরনের ইঙ্গিত। বিজেপি-কে ইস্যুভিত্তিক সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন আম আদমি পার্টির নেতা প্রশান্ত ভূষণ। ভূষণ বলেন, বিজেপি যদি ২৯ ডিসেম্বরের মধ্যে জন লোকপাল বিল পাশ করাতে রাজি থাকে, এই ইস্যুতে জনসভা করে, এবং দিল্লিতে `আপ`-এর প্রতিশ্রুতিমত কাজ করতে রাজি থাকে তাহলে তারা সমর্থন দিতে তৈরি। তবে অবশ্যই বিজেপি লিখিতভাবে সব কথা ঘোষণা করতে বলে জানান প্রশান্ত। তবে পরে প্রশান্ত বলেন, এই কথাটা একান্তই তাঁর ব্যক্তিগত, দল এখনও এই বিষয়ে কিছু বলেনি।