Last Updated: Monday, June 4, 2012, 14:37
দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়েছে তীব্র দাবদাহ। তীব্র গরম সহ্য করতে না পেরে
দক্ষিণবঙ্গে একনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আসানসোলে মৃত্যু হয়েছে ৫
জনের। দুর্গাপুরে মারা গিয়েছেন ৫ জন। কলকাতায় মারা গিয়েছেন ৪ জন। এছাড়াও মালদহে দুজন, আরামবাগের বলরামপুরে একজনের এবং মঙ্গলকোটে একজনের মৃত্যু হয়েছে।