Last Updated: Wednesday, August 14, 2013, 09:35
দুর্নীতি ইস্যুতে বিরোধীদের হাতে উঠে এল আরও একটি অস্ত্র। ভিআইপিদের জন্য ইতালিয় সংস্থার হেলিকপ্টার কেনা নিয়ে হয়েছে বিস্তর বেনিয়ম। আজ সংসদে এমনই রিপোর্ট জমা দিল সিএজি। বাড়িয়ে দাম দেখানো থেকে কপ্টারের গুণমান, সবক্ষেত্রেই দুর্নীতির তথ্য উঠে এসেছে সিএজি রিপোর্টে।