Hemlock Society - Latest News on Hemlock Society| Breaking News in Bengali on 24ghanta.com
আসছে হেমলক সোসাইটি

আসছে হেমলক সোসাইটি

Last Updated: Tuesday, June 19, 2012, 19:36

আপনি কি অবসাদে ভুগছেন? মাঝে মাঝেই মনে হয় বেঁচে থেকে কী লাভ? বহুবার চেষ্টা করেও প্রাণে ধরে শেষ করতে পারেননি জীবনটাকে? বার বার ব্যর্থতা কি আপানাকে ঠেলে দিয়েছে অবসাদের আরও গভীরে? যদি সত্যিই এরকম পরিস্থিতিতে আপনি থাকেন তাহলে মরবার আগে জীবনের শেষ পিকনিকটা অবশ্যই সেরে নিন হেমলক সোসাইটির সঙ্গে। না, সেই বিখ্যাত মার্কিন সংস্থার কথা বলছি না। সৃজিত মুখার্জির নতুন ছবির নাম `হেমলক সোসাইটি।`