Last Updated: Wednesday, July 4, 2012, 11:08
ঈশ্বর কণার অস্তিত্ব কি সত্যিই আছে? নাকি তা নেহাতই গাণিতিক মরিচিকা? বিতর্কটা চলেছিল বিগত ৫ দশক ধরে। অবশেষে আজ ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সার্নের গবেষকরা তাঁদের পরীক্ষারলব্ধ ফলের ভিত্তিতে মেনে নিলেন তার অস্তিত্ব।