Last Updated: Thursday, July 26, 2012, 21:53
বর্ষার অপ্রতুলতায় পাতে ইলিশের স্বাদ প্রায় ভুলতে বসেছিল বাঙালি। বর্ষা এলেও এখনও বাজারে সেভাবে দেখা মেলেনি বড় ইলিশের। পদ্মার ইলিশ তো দুরস্ত, দীঘার মোহনা থেকেও এখনও শহরের বাজারে আসেনি নদীর রুপোলি শষ্য। যেটুকু এসেছে, তাতে মধ্যবিত্তের খুশি হবার কারণ নেই।