Last Updated: Wednesday, November 28, 2012, 15:56
মিত্তল গোষ্ঠীর প্রধান লক্ষ্মীনারায়ণ মিত্তলের সঙ্গে বৈঠক করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলান্দ। এর আগে সে দেশের বামপন্থী শিল্প পুনরুজ্জীবন দপ্তরের মন্ত্রী আর্নড মন্টেবার্গ আর্সেলর-মিত্তলকে `ফ্রান্সে চাই না` বলে দাবি করেন। উত্তর পূর্ব ফ্রান্সের ফ্লরাঞ্জ শহরের দুখানা নিষ্ক্রিয় ব্লাস্ট চুল্লি বিক্রি করার সরকারকে জানায় মিত্তলরা। ক্রেতা খুঁজে দেবার ব্যাপারে সরকারের সাহায্যও চায় তারা। শনিবারের মধ্যে সরকারের এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা। শনিবার আসার আগেই এই বৈঠক হল। ওলান্দ বলেছেন চুল্লি দুটি বাঁচানোর জন্য সরকার তাদের জাতীয়করণ করার কথা ভাববে সরকার।