Last Updated: Monday, August 13, 2012, 16:21
অসমের দাঙ্গাপীড়িত, ঘরছাড়া নাগরিকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিলেন সোনিয়া গান্ধী। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের সঙ্গে এক দিনের অসম সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হাগ্রামা মহিলারিকে সঙ্গে নিয়ে কোকড়াঝাড় জেলার টিটাগুড়ি শরণার্থী শিবির পরিদর্শনে যান ইউপিএ চেয়ারপার্সন।