Last Updated: Saturday, March 2, 2013, 16:41
চারমিনার শহরে মাইকেল ক্লার্ক এমন একটা সিদ্ধান্ত নিলেন যা নিয়ে ক্রিকেটমহল গবেষণার দারুণ একটা বিষয় পেয়ে গেল। হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের একেবারে শেষের দিকে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩৭ রান থাকা অবস্থায় আচমকাই ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দিলেন মাইকেল ক্লার্ক। এতেই তৈরি হল গবেষণার একটা বিষয়। ইদানীং শেষ উইকেট জুটিতে অনেক রান হয়েছে। সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ের অসিদের দ্বিতীয় ইনিংসে শেষ উইকেট জুটিতে ৬৬ রান যোগ করে ইনিংস হার রুখে দিয়েছিল।