Last Updated: Sunday, August 12, 2012, 21:33
আসছে না আসছে না করেও অবশেষে দেখা মিলেছে রূপোলী শস্যের। গত দুদিনে দিঘার মোহনায় ধরা পড়েছিল প্রায় ৬০ টন ইলিশ। রবিবার ফের মত্স্যজীবীদের জালে উঠল ৪০ টন ইলিশ। পাশাপাশি খেজুরি, মন্দারমনি, শঙ্করপুর, পেটুয়া, জলদা সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন মত্স্যবন্দরে আরও ৫০ টন ইলিশ ধরা পড়েছে। ফলে রবিবার পর্যন্ত এই অঞ্চলে ধরা পড়ল ১৫০ টন ইলিশ।