Last Updated: Saturday, March 30, 2013, 21:53
দেখতে দেখতে এসেই গেল ভারতের বাৎসরিক ক্রিকেটীয় বিনোদন উৎসবের ষষ্ঠ দফা। দেশী-বিদেশী, নামী-অনামী ক্রিকেটারদের পকেট ভারি হওয়ার নিশ্চিত উপায়। হ্যাঁ, এটা ঠিকই ক্রিকেটের সাবেকি ব্যাকরণের সঙ্গে আইপিএলের খুব একটা সম্পর্ক নেই। তবে তাই বলে ভুলেও যেন ভুঁরু কুঁচকাবেন না। কুড়ি ওভারের এই বিনোদনকে পাঁচটা গাল পাড়ার আগে জাস্ট একটা জিনিস মাথায় রাখুন। উপমহাদেশীয় দেশগুলো ছাড়া বাকি সব দেশেই এর জনপ্রিয়তা ক্রমহ্রাসমান।