India Cements - Latest News on India Cements| Breaking News in Bengali on 24ghanta.com
শিল্পা-পতির সঙ্গে শ্রীনির জামাইকে ক্লিনচিট দিল বোর্ড

শিল্পা-পতির সঙ্গে শ্রীনির জামাইকে ক্লিনচিট দিল বোর্ড

Last Updated: Sunday, July 28, 2013, 17:30

আজ বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে আইপিএলে স্পট ফিক্সিং মামলার তদন্ত রিপোর্ট পেশ করা হয়। রবি সাওয়ানির রিপোর্টের ভিত্তিতে আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকে রিপোর্ট পড়ে শোনান অরুণ জেটলি। রিপোর্টে রাজ কুন্দ্রা, ইন্ডিয়া সিমেন্টস এবং রাজস্থান রয়্যালসকে ক্লিনচিট দেওয়া হয়েছে বলে খবর। এমনকি শ্রীবিনাসনের জামাই মেয়াপ্পানেরও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ আছে বলে সূত্রের খবর।