শিল্পা-পতির সঙ্গে শ্রীনির জামাইকে ক্লিনচিট দিল বোর্ড

শিল্পা-পতির সঙ্গে শ্রীনির জামাইকে ক্লিনচিট দিল বোর্ড

শিল্পা-পতির সঙ্গে শ্রীনির জামাইকে ক্লিনচিট দিল বোর্ড আজ বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে আইপিএলে স্পট ফিক্সিং মামলার তদন্ত রিপোর্ট পেশ করা হয়। রবি সাওয়ানির রিপোর্টের ভিত্তিতে আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকে রিপোর্ট পড়ে শোনান অরুণ জেটলি। রিপোর্টে রাজ কুন্দ্রা, ইন্ডিয়া সিমেন্টস এবং রাজস্থান রয়্যালসকে ক্লিনচিট দেওয়া হয়েছে বলে খবর। এমনকি শ্রীবিনাসনের জামাই মেয়াপ্পানেরও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ আছে বলে সূত্রের খবর।

শ্রীসন্থদের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে। আগস্ট মাসের দুই তারিখ দিল্লিতে হবে বিসিসিআইয়ের গভার্নিং কাউন্সিলের বৈঠক। সেখানে শ্রীসন্থদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।  

First Published: Sunday, July 28, 2013, 17:30


comments powered by Disqus