Indian Hocky Squad - Latest News on Indian Hocky Squad| Breaking News in Bengali on 24ghanta.com
ফের হার ভারতীয় হকি দলের

ফের হার ভারতীয় হকি দলের

Last Updated: Friday, May 4, 2012, 23:20

লন্ডনে চতুর্দেশীয় হকি সিরিজে আবার হারল ভারত। অস্ট্রেলিয়ার পর এবার ব্রিটেনের কাছে হারতে হল মাইকেল নবসের দলকে। খেলার ফল ৪-২। অস্ট্রেলিয়া ম্যাচের মতই এই ম্যাচেও দুর্বল রক্ষণের খেসারত দিতে হল সন্দীপদের। ম্যাচের ১১ মিনিটের মধ্যেই ২ গোল করে এগিয়ে যায় ব্রিটেন।