Last Updated: May 4, 2012 23:20

লন্ডনে চতুর্দেশীয় হকি সিরিজে আবার হারল ভারত। অস্ট্রেলিয়ার পর এবার ব্রিটেনের কাছে হারতে হল মাইকেল নবসের দলকে। খেলার ফল ৪-২। অস্ট্রেলিয়া ম্যাচের মতই এই ম্যাচেও দুর্বল রক্ষণের খেসারত দিতে হল সন্দীপদের। ম্যাচের ১১ মিনিটের মধ্যেই ২ গোল করে এগিয়ে যায় ব্রিটেন। ভারতের হয়ে রঘুনাথ এবং সন্দীপ গোল করলেও শেষ রক্ষা হয়নি ভারতের। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ফাইনালে ওঠার রাস্তা আরও সহজ করল ব্রিটেন। লন্ডনের ঠান্ডায় রীতিমত কাবু ভারতীয় হকি দল। ভারতের এই অবস্থা দেখে ব্রিটেনের কোচ জেসন লি বেশ মজা পাচ্ছেন। অলিম্পিকের সময়ও লন্ডনে প্রচন্ড ঠান্ডা থাকুক বলে মন্তব্য করেছেন লি।
First Published: Friday, May 4, 2012, 23:22