Last Updated: Monday, April 14, 2014, 11:06
ভারতে ফুটবলের বিপ্লব ঘটতে চলেছে। অথবা বলা যেতে পারে ফের ভারতের ফুটবলের স্বর্ণযুগ ফিরে আসছে। যেইভাবে এই সময়টাকে ব্যাখ্যা করা যাক না কেন আইএসএল ( ইন্ডিয়ান সুপার লিগ) নিয়ে আসতে চলেছে ভারতীয় ফুটবলের পোশাকি গ্ল্যামার। বিনোদন থেকে খেলার জগতের তারকা সঙ্গে রয়েছেন রিলায়েন্স, গোয়ঙ্কা, সানের মতো নামকরা বিজনেসম্যান। বিনোদন খেলা মিশ্রিত নতুন প্রোডাক্ট আইপিএল যেমন সাফল্যের শিখরে উঠেছে আশা করা যাচ্ছে একশো বছরের ভারতীয় ফুটবলের সব ইতিহাস পিছনে রেখে আইএসএল নতুন দিশা দেখাবে।