Last Updated: Thursday, March 29, 2012, 22:01
কাহানির ক্লাইম্যাক্সে দশমীর দিনে যবনিকা পড়েছিল ভিলেন মিলিন্দ দামজি `আকা` ইন্দ্রনীলের। তবে দশমীর সঙ্গে তাঁর সম্পর্কের শেষ হয়ে গেল, এমন ভাবার কোনও কারণই ঘটেনি। খুব তাড়াতাড়ি পুজোকে কেন্দ্র করে `দশমী` নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। বিপরীতে টলি-টিনসেল-এর হার্ট-থ্রব কোয়েল মল্লিক।