Last Updated: Friday, January 25, 2013, 15:54
বিমান পরিষেবায় যাত্রী সুরক্ষার নিরিখে এয়ার ইন্ডিয়া এবার তৃতীয় স্থানে। উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ শেষের দিক থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছে ভারতের একমাত্র সরকারি বিমান পরিবহণ সংস্থাটি। শেষের সারিতে চায়না ও ট্যাম এয়ার লাইন্সের পরেই এয়ার ইন্ডিয়ার নাম। বিশ্বের বিমান দুর্ঘটনার নজরদারি চালানো একটি ওয়েব সাইট সম্প্রতি এই তথ্য পেশ করেছে।