Last Updated: January 25, 2013 15:54

বিমান পরিষেবায় যাত্রী সুরক্ষার নিরিখে এয়ার ইন্ডিয়া এবার তৃতীয় স্থানে। উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ শেষের দিক থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছে ভারতের একমাত্র সরকারি বিমান পরিবহণ সংস্থাটি। শেষের সারিতে চায়না ও ট্যাম এয়ার লাইন্সের পরেই এয়ার ইন্ডিয়ার নাম। বিশ্বের বিমান দুর্ঘটনার নজরদারি চালানো একটি ওয়েব সাইট সম্প্রতি এই তথ্য পেশ করেছে।
হ্যামবার্গের জেট এয়ারলাইনার ক্রাশ ডেটা এভেলুয়েশন সেন্টার (জেএসিডিইসি)-এর নিরাপত্তা সারণীর ৬০টি সংস্থার মধ্যে ৫৮ নম্বরে রয়েছে এয়ার ইন্ডিয়া। জেএসিডিইসি সেফটি র্যাঙ্কিংয়ে এখন বিশ্বের নিরাপদ বিমান সংস্থা হল ফিনএয়ার। তার পরেই রয়েছে এয়ার নিউজিল্যান্ড, ক্যাথে প্যাসিফিক, এমিরেটসর মতো সংস্থাগুলির নাম।
নিরাপত্তা নিরীক্ষণকারী সংস্থাটি গত তিন দশকের ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলির তথ্য তালাস করেছে। তাতে উঠে এসেছে, নাইজেরিয়ায় ডানা এয়ার বিমান দুর্ঘটনা, যাতে ১৬৯ যাত্রী মারা যান, পাকিস্তানের ভোজা এয়ারের একটি বিমান দুর্ঘটনায় ১২৭ জনের প্রাণ যায়। এই দুটি দুর্ঘটনাই গত ৩০ বছরে ভয়াবহ বলে জানিয়েছে জেএসিডিইসি।
First Published: Friday, January 25, 2013, 15:54