Last Updated: Wednesday, March 28, 2012, 20:52
খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা। ব্যাপক মারধর করা হয়েছে ২৪ ঘণ্টার সাংবাদিককেও। এঘটনা ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীমৃত্যুকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। সাংবাদিকরা সেই ছবি তুলতে গেলে জুনিয়র ডাক্তাররা বাধা দেন বলে অভিযোগ। এরপরই সাংবাদিকদের ব্যাপক মারধর করা হয়। এই ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন প্রহৃত সাংবাদিকরা।