Last Updated: Thursday, February 20, 2014, 12:53
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুরজিত্ সিংহের মৃত্যু রহস্যে নয়া মোড়। মৃতের খাদ্যনালীতে ট্যাবলেটের গুড়ো জাতীয় পদার্থ মিলেছে বলে পুলিস সূত্রে খবর। সুরজিত্কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। এদিকে ছাত্রের বান্ধবীর বাবা শঙ্কর জানাকে আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।