Last Updated: January 29, 2014 19:06
দুবছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আর্টসের চারটি আসনেই জয়ী হলেন এসএফআই প্রার্থীরা। দিবা ও সান্ধ্য বিভাগের এজিএস , জেনারেল সেক্রেটারি ও চেয়ারপার্সন পদে এসএফআই প্রার্থীরা জয়ী হয়েছেন। এবারও সায়েন্স বিভাগ দখলে রেখেছে উই দ্য ইনডিপেন্ডেন্ট।
সায়েন্সে মোট তিনটি আসন দখলে রেখেছে ডব্লুটিআই। সায়েন্সের সান্ধ্যবিভাগে একটি আসন পেয়েছে এসএফআই। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ এবারেও ডিএসএফ-এর দখলে। তবে প্রতিদ্বন্দ্বিতা করলেও যাদবপুরে কোনও বিভাগেই আসন পায়নি টিএমসিপি। গতকালই সায়েন্স, আর্টস ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ভোট নেওয়া হয়।
গতকাল অশান্তির আবহে মোটামুটি নির্বিঘ্নেই ভোট হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সায়েন্স, আর্টস ও ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে একইসঙ্গে ভোট নেওয়া হয়। তার মধ্যে আর্টসে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এবার লড়াই ছিল ত্রিমুখী। ছাত্র সংসদ দখলের লড়াই এসএফআই, টিএমসিপি এবং ফ্যাসের বিরুদ্ধে।
ইঞ্জিনিয়ারিং বিভাগে লড়াই ছিল এসএফআই ও ফেটসুর বিরুদ্ধে। বেলা এগারোটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নৈশবিভাগের কথা মাথায় রেখে ভোট চলবে সন্ধে সাতটা পর্যন্ত। নির্বাচনে অশান্তি এড়াতে যাদবপুর এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিস নেই। যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসেও চলছে ভোটগ্রহণ।
First Published: Wednesday, January 29, 2014, 19:13