Last Updated: Tuesday, June 4, 2013, 10:50
আইপিএল ক্রিকেটারদের সুখের সেদিন এবার সত্যিই শেষ হওয়ার মুখে। তন্বী, সুন্দরী চিয়ার লিডারদের সান্নিধ্য থেকে এবার তাঁরা বঞ্চিত হতে চলেছেন। মাঠে তাঁদের উৎসাহ যোগানো নাচ আর বোধহয় থাকবে না। বিনোদনী ক্রিকেট দেখতে গিয়ে মাঠে চিয়ারলিডারদের কোমরের ঠুমকার উপড়ি পাওনা এবার আইপিএলের লিস্ট থেকে সম্ভবত বাদ পড়তে চলছে। এতে বহু দর্শকের হৃদয় যে বিদীর্ণ হবেই তাতে বোধহয় বিশেষ সন্দেহ নেই। তবে ক্রিকেটারদের দুঃখটা দ্বিগুণ হওয়ার পথে। একেতো চিয়ারলিডারদের থাকার উপর প্রশ্নচিহ্ন নাচছে অন্যদিকে লাগামহীন উশৃঙ্খলতা আর উদ্যমতার আফটার ম্যাচ পার্টির ঘাড়েও এখন নিষিদ্ধ হওয়ার খাঁড়া ঝুলছে। অন্তত নব নিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার কথায় তার ইঙ্গিতই পাওয়া গেছে।