Jai Ho - Latest News on Jai Ho| Breaking News in Bengali on 24ghanta.com
জয় হো দিয়ে একশো কোটির খাতা খুলল বলিউড

জয় হো দিয়ে একশো কোটির খাতা খুলল বলিউড

Last Updated: Wednesday, February 5, 2014, 22:37

বছরের প্রথম ছবি হিসেবে একশো কোটির শিবিরে জায়গা পেল জয় হো। ইরোজ ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেডের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় সপ্তাহান্ত শেষে বক্সঅফিসে জয় হো-র সঞ্চয় একশো ছেষট্টি কোটি। দ্বিতীয় সপ্তাহে সারা বিশ্ব থেকে জয় হো-র আয় হয়েছে ৩৩ কোটি।