জয় হো দিয়ে একশো কোটির খাতা খুলল বলিউড

জয় হো দিয়ে একশো কোটির খাতা খুলল বলিউড

জয় হো দিয়ে একশো কোটির খাতা খুলল বলিউড বছরের প্রথম ছবি হিসেবে একশো কোটির শিবিরে জায়গা পেল জয় হো। ইরোজ ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেডের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় সপ্তাহান্ত শেষে বক্সঅফিসে জয় হো-র সঞ্চয় একশো ছেষট্টি কোটি। দ্বিতীয় সপ্তাহে সারা বিশ্ব থেকে জয় হো-র আয় হয়েছে ৩৩ কোটি।

ইরোজ ইন্টারন্যাশনালের ভারতের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানালেন, প্রথম সপ্তাহে বিশেষ ভাল না চললেও দ্বিতীয় সপ্তাহে ছবির পারফরম্যান্সে আমরা খুশি। উত্তর প্রদেশ থেকে খুব ভাল সাড়া মিলেছে। ইরোজ ইন্টারন্যাশনালেরগ্রুপ সিইও কমল জৈন জানিয়েছেন, জয় হো অ্যাকশন ড্রামা হলেও ছবির মধ্যে সামাজিক বার্তা রয়েছে। সলমন খানের অন্যান্য ছবির থেকে একেবারেই আলাদা।

সোহেল খান পরিচালিত জয় হো ছবিতে সলমন খানের সঙ্গে রয়েছেন টাবু, ড্যানি, ডেইজি শাহ। গত ২৪ জানুয়ারি মুক্তি পায় জয় হো


First Published: Wednesday, February 5, 2014, 22:37


comments powered by Disqus